চলমান ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। আসরে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে দু’দল। যেখানে ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছে লংকানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৭ ওভারে বিনা উইকেটে ৩৯ রান।
লখনৌতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক কুশল মেন্ডিস। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। শুরু থেকেই দুজন দেখেশুনে খেলছেন। নিশাঙ্কা ও পেরেরা উভয়েই ১৮ রানে অপরাজিত আছেন।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১০২ বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা-অস্ট্রেলিয়া। এর মধ্যে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। ৬৩টি জয় পেয়েছে অজিরা। ৩৫টি জয় আছে শ্রীলংকার। ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বিশ্বকাপের মঞ্চেও জয়ের দিক দিয়ে এগিয়ে অস্ট্রেলিয়ার। ১১বারের লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতেছে আটবার, শ্রীলংকার জয় মাত্র ২টিতে ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ১৯৯৬ সালের পর বিশ্বকাপে সাতবারের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে একবারও হারাতে পারেনি শ্রীলংকা। ২০১৯ সালে সর্বশেষ বিশ্বকাপেও ৮৭ রানে জিতেছিলো অজিরা।
শ্রীলংকা দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চামিকা করুনারত্নে, কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দুশান হেমন্ত, মহেশ থিকশানা, দুনিথ ওয়েল্লালাগে, কাসুন রাজিথা, মাতিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
Leave a Reply