আজ ৩১ অক্টোবর, অবিভক্ত বাংলার প্রথম মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগ্রামী নেতা মরহুম মৌলভী শামসুদ্দিন আহমেদের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই প্রার্থনা করছেন তাঁর পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
মৌলভী শামসুদ্দিন আহমেদ (জন্মঃ আগস্ট ১৮৮৭, মৃত্যুঃ ৩১ অক্টোবর ১৯৬৯) ছিলেন আজীবন সংগ্রামী ও সাধারণ মানুষের বন্ধু। অবিভক্ত বাংলার প্রথম বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়। তিনি হকের দ্বিতীয় মন্ত্রিসভার যোগাযোগ ও পূর্ত মন্ত্রী হিসেবে ঢাকা-আরিচা সড়ক ও চট্টগ্রাম-টেকনাফ সড়ক নির্মাণের পরিকল্পনা করেন। তাঁর সময়ে কাপ্তাই বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনাও গৃহীত হয়, যা পরবর্তীতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কুষ্টিয়ার কৃতি সন্তান মৌলভী শামসুদ্দিন আহমেদ কুষ্টিয়া সরকারি কলেজের মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৪৬ সালে কুষ্টিয়া সরকারি কলেজ ও আলীয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করে তিনি শিক্ষা বিস্তারের পথ সুগম করেন। সাহিত্য এবং সংস্কৃতির প্রতি তাঁর গভীর অনুরাগের প্রমাণ মেলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত কৃষক পত্রিকার প্রতিষ্ঠার মাধ্যমে।
তাঁর নেতৃত্ব ও অসামান্য অবদানের মধ্য দিয়ে অবিভক্ত বাংলায় অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও জনহিতকর প্রতিষ্ঠান গড়ে ওঠে। এছাড়াও তিনি ছিলেন নিখিল বাংলা খেলাফত পরিষদের সাধারণ সম্পাদক এবং ঢাকা হাইকোর্টের আইনজীবী। তাঁর নিরলস কর্মজীবন ও নিঃস্বার্থ সমাজসেবায় জাতির প্রতি তাঁর অবদান আজকের স্বাধীন বাংলাদেশের পটভূমি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই মহান নেতার ত্যাগ ও অবদানকে স্মরণ করে তাঁর পরিবারের পক্ষ থেকে ও তাঁর গুণগ্রাহী মানুষদের কাছে আজকের এই দিনে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে।