রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা। এসব অবৈধ যান বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও উলটো বাড়ছে এর সংখ্যা। অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক সড়কে এসব রিকশা দাপটের সঙ্গে চলায় প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে প্রতিনিয়োতই।
রাজধানীর মিরপুরে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে অটো ও অটোরিকশা। এতে যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছে নগরবাসী। এ ছাড়াও, লাইসেন্সবিহীন এক শ্রেণির অদক্ষ চালকের হাতে চলা ব্যাটারিচালিত অটোর কারণেও শহরে দিন দিন বাড়ছে দুর্ঘটনা।
গত ৮ মাস আগে এই সড়কে অদক্ষ চালকের হাতে চলা ব্যাটারিচালিত অটোর কারণে প্রান হারিয়েছেন আলি নামের আড়াই বছরের একটি শিশু। প্রতিদিনের মত নিজের বাবার দোকানের সামনে খেলা করতে আসে শিশুটি কে জান্ত এই ছোট অবুঝ শিশুটি আর নিজের মায়ের কোলে ফিরে যেতে পাড়বে না। অদক্ষ চালকের হাতে চলা ব্যাটারিচালিত অটোর আঘাতে মা বাবার কোলেই শেষ নিঃসাষ তেগ করতে হয় এই নিষপাপ শিশুকে।
অভিযোগ রয়েছে, এসব চালকের বেশিরভাগই সড়কে যান চলাচলের নিয়মনীতি মেনে চলেন না। এসব অটো রাজধানীর মহানগর, পল্লবী সহ আসেপাশের অন্য সড়কগুলোতে বেপরোয়া চলাচল করে। ফলে প্রায়ই ঘটে অটোর সাথে অন্যান্য যানের দুর্ঘটনা।
অবৈধ অটোরিকশাগুলো সড়কে নিষিদ্ধ করাসহ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ্য থেকে নানা পদক্ষেপ। তবুও এই অবৈধ যানটিকে বন্ধ করা সম্ভব হচ্ছে না। একাধিক সংবাদ মাধ্যমের সূত্রে জনা জায় একটি বড় শক্তি এই সকল অবৈধ যানটিকে সড়কে চালাতে সোহযোগিতা করছে। একাধিক সময় দেখা গেছে ট্রাফিক পুলিশের উপরে হামলা । স্থনীয় কাউন্সিলরের কার্যালয় ভাংচুর সহ নানা ঘটনা।
তথ্য রয়েছে রাজধানীর মিরপুর পল্লবীর বাউনিয়াবাধদুয়ারিপাড়া মিল্লাত ক্যাম্প, কালশি, বেগুনটিলা বস্তি, কালাপানি মুড়াপাড়া ক্যাম্প, পলাশনগর সহ আশেপাশের এলাকাতে গড়ে উঠেছে শতশত গ্যারেজ এসব গ্যারেজে অবৈধ বিদ্যুতের লাইন দিয়ে চার্জ করা হয় এ সকল অবৈধ নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা। একাধিক তথ্য মাধ্যম বলছে এরি মধ্য গড়ে উঠেছে এ সকল অবৈধ নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ মালিক সমিতি। তবে প্রশ্ন হচ্ছে এসকল সমিতির অনুমোদন দিলোকারা।
গত সপ্তাহে সহড়ের বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোর সঙ্গে ছোট বড় প্রায় একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর মিরপুর পল্লবী এলাকার এ প্রধান সড়কে গত ২ তারিখ আনুমানিক সন্ধা ৭টায় ৩৫ বছরের হেনা নামের এক গৃহবধুও প্রান হারিয়েছেন অদক্ষ চালকের হাতে চলা ব্যাটারিচালিত অটোর কারণে অন্যদিকে রাকিব নামেন এক যুবক ও গুরুত্বও আহত হয়েছেন বলে যানা গেছে।
মিরপুরের সচেতন মহল ও নাগরিক সমাজ বলছেন, নিবন্ধনহীন অদক্ষ ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়কে দৌরাত্ম্যের কারণে দিন দিন নগরীতে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে। এখন এসব অদক্ষ ও নিবন্ধনহীন অটোচালকদের প্রশিক্ষিত করাসহ নিয়ন্ত্রণ করা না গেলে এ দুর্ঘটনা আরও ভয়াবহ পর্যায়ে যাবে, পাশাপাশি যানজটের কবলে নাকাল হবে নগরবাসী।