শাহারিয়ারঃ রাজধানীতে বিদ্যুতের খুঁটির সঙ্গে ঝুলে থাকা কেবল টিভির ‘অবৈধ’ তার অপসারণে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে।
৩০ জানুয়ারি মঙ্গলবার বেলা ০৪:০০টায় রাজধানীর মতিঝিল থানাধীন ইত্তেফাকের মোড় এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ সকল অবৈধ তার উচ্ছেদ অভিযান চলে।
ইত্তেফাকের মোড় থেকে শুরু করে ৭টি তার খামবার অবৈধ তার ও ক্যাবল গুলো অপসারন করা হয়। অতঃপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিজ দায়িত্বে তার ও ক্যাবল অপসারণ করে ফেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, কেবল টেলিভিশন পরিচালনা আইন ২০০৬ মোতাবেক ডিএসসিসি এলাকায় অবৈধ কেবল সংযোগের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
আরোপড়ুনঃআবার ভোট গ্রহণ ৯ মার্চ
আরোপড়ুনঃপলাতক আসামী দিদার বেপারী’কে গ্রেফতার করেছে র্যাব-১০
Leave a Reply