বড় ধরনের কেলেঙ্কারিতে পড়তে যাচ্ছে আইসিসি! বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে তাদেরই এক নারী কর্মীকে যৌন হেনস্থা অভিযোগ উঠেছে। যৌন নিগ্রহের এই ঘটনা নাকি দুই বছরেরও বেশি সময় ধরে লাগাতার হয়ে আসছে। খবর নিউজ এইটিনের।
এত বড় অভিযোগের পরও অবশ্য কোনো মন্তব্য করনি আইসিসি। তবে জানা যায়, হেনস্থার শিকার হওয়া নারী নিরাপত্তার কারণে অভিযোগ জানিয়ে মেইল করেননি। তিনি একটি এ ফোর পাতায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন আইসিসির এক কর্মকর্তাকে।
আইসিসির বিভিন্ন প্রজেক্টে কাজ করা ওই নারী ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছেন। এত বছর ধরে তিনি এই সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। কোনো বিচার তিনি পাননি। তবে এই প্রথমবার আইসিসির কোনো কর্মী যৌন হেনস্থা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন।
যদিও আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে যে, ‘ক্রিকেটের সঙ্গে জড়িত প্রত্যেকেরই হেনস্থা, গালিগালাজ এবং ক্ষতি থেকে রক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা হিসাবে, আইসিসি সমস্ত অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এদিকে এখনও পর্যন্ত আইসিসির একজন সিনিয়র কর্মকর্তাকে তাদের কর্মীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। অথচ সামনেই আইসিসির মেগা ইভেন্ট রয়েছে। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হবে ভারতে।