মোঃ সুরুজ মিয়া ঃ আজ বেলা ১.০০টায় রামপুরা বনশ্রী (সি)ব্লকে আড্ডা কাবাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চালায়। অভিযানে আড্ডা কাবাব ও বিরিয়ানি হাউজ কে ১০,০০০ (দশ হাজার) হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিষ্ট্রেট আড্ডা কাবাব ও বিরিয়ানি হাউজের কিচেন রুম ও অন্যান্য খাবাররে অব্যবস্থাপনা ও মেয়াদহীন বোরহানী রাখার অভিযোগে তাদের এ জরিমানা করেন তিনি।
এ সময় অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিষ্ট্রেট সাদিয়া ফার্মেসী নামক ঐ প্রতিষ্ঠানে অনেক মেয়াদ উত্তিন কসমেটিকস বিক্রয় করার অভিযোগে তাদেরকেও ১০,০০০ (দশ হাজার) হাজার টাকা জরিমানা করনে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সালাম সাহবে।