মোঃআরফানঃ কক্সবাজার চকরিয়া হইতে ছেড়ে আশা ঈগল স্পেশাল সার্ভিস গাড়ির চট্টগ্রাম- জ-১১-০১৩৬ নং গাড়ির সাথে কেরানিহাট হইতে ছেড়ে আশা স্কোয়ার ফার্মসিউটিক্যালস লিঃ ঔষধ সরবরাহের ব্যবহারিত মিনি কভার ভ্যান গাড়ির নং ঢাকা মেট্রো-ম ১১-৬৭২০ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সকাল ১০:০০টার সময় কক্সবাজার চকরিয়া হারবাং ৭ নংওয়ার্ডের সংলগ্ন আলীপুর আরএফএল ড়িপুর সামনেই চট্টগ্রাম কক্সবাজার হাইওয়া সড়কের এর দুর্ঘটনা ঘটে।ওই সময় ঘটনাস্থলে দুটি গাড়ি ২ জন চালক ও ২ জন ঈগল স্পেশাল সার্ভিস গাড়ির যাত্রী সহ মোট ৪ জন ঘটনাস্থলে নিহত হন।আরো ৪/৫ জন ব্যাক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।নিহতারা হলেন ১/ মৃতঃ আব্দুল শুকুর মুন্না (৪০), ২/ মৃতঃ রুবিদা আক্তার (২৬) স্বামী জহির আহমদ চকরিয়া ফালাকাটা, ৩/ মৃতঃ বশির মিয়া (৩৫) পিতা কবির আহমদ হাসেমপুর চন্দনাইশ চট্টগ্রাম, ৪/ মৃত মোঃ আব্দুল মান্নান হারবাং জমিদারপাড়া। ওই সময় চিরিংগা হাইওয়া থানার পুলিশ পাড়ি অফিসার ইনচার্জ সহ একটি টিম গঠন করে তৎক্ষণিক ঘটনাস্থ থেকে দুটি গাড়ি সহ নিহতদের নিয়ে বানিয়াছড়া চিরিংগা হাইওয়া থানাই নিয়ে আসেন।
আইনগত কার্যক্রম শেষ করে নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্ত করবে বলে জানিয়েছেন চিচিংগা হাইওয়া থানার অফিসার ইনচার্জ।
Leave a Reply