আবার এলো নতুন বছর
এস,এম, ফারুখ আহমেদ।
নতুন বছর ২০২৪ইং
ঘনঘটা কুয়াশায় ভরা কালো ছায়া ভূলে,
পৃথিবীকে দিয়ো আলো।
এখন মানুষ প্রীতি আয়ু চায়,
বিশ্ব প্রকৃতির মাঝে থাকতে চায়,পৃথিবী তোমার কাছে চাওয়া। এসো আমার আঙিনায়,
নতুন ভাবে এটাই হবে পাওয়া।
আজ থেকে পরম’ত হউক তোমার নতুন সফর।
তোমার সাথে আসে যেনো সব সুখদের কারিগর, খাদ্যে বস্তুে ভরিয়ে দিও গরীব দুঃখীর ঘর।সকল ধর্মের লোকদের মাঝে বসবাস, ধর্ম অধর্ম যে যাই বলুক,সকল মানুষ ই সমান।
কেই মসজিদে নামাজ পড়ে।কেউ প্রার্থনা করা মন্দিরে, গিঞ্জায়,প্যাগোডায়,
সকলের উদ্দেশ্য প্রার্থনা করা।
লালসা হিংসা আছে যত,সব গঙ্গার জলে ডুবিও।
নতুন বছরে ধর্ষণ, খুনী, ঘুমকারীদের ঘরে তালাজুলিও।
নতুন বছরে দুঃখীর ঘরে আলো জ্বালাইয়ো, পেট ভরে ক্ষেতে দিও।
প্রতি বছর ঘরে দোড় দেওয়া আত্মহত্যা কারীদের বাঁচতে ও বাঁচতে সাহায্য করিও।
নতুবা নতুন বছর ভাগ বন্ধু দিও দিও দরাজ দিল।
মত বিরোধ হয়েছিলো যাদের তাদের দিও অন্তর দিল।
মুল্যহিন সম্পদ দিওনা কখনো।
না মরে মরে বাঁচে যারা তাদের তুমি বাঁচাইয়ো
স্বপ্ন আঁকা মনের খাতায় সফলতা ভরে দিও।
মানুষ যত সুখ পেতে চায়, তার চেয়ে বেশি দিও।
আমাদের পাশে থাকা অন্ধ লোকটির হাত টি হাতে নিও,তার হৃদয় থেকে হতাশা নিয়ে সুখের স্বপ্ন বুনিও।
ছদ্মবেশী মুখোশ গুলো এ বছর টেনে খুলো,
তোমার হাতেই বন্দী করো ঝুটমুট ভালোবাসা গুলো।
এ পৃথিবীর বুকে সব যায়গায় সত্যের বিজয় হবে।
সকলের আয়ু দীর্ঘয়ু করে বিনিসুতায় গেঁথো।
স্বেচ্ছাচারীতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু।
যেখানে বাঘের ভয়- সেখানেই রাত হয়, প্রত্যেককেই রক্ষা করো তোমার আলোয়।
পথ হারা প্রতীকদের ভিড়িয়ে দিও বাউলের আখড়াতে।
নতুন বছর কথা দাও, তবে পুরো ষোল আনা উসুল।
যার জীবনে কালোছায়া হয়,সাবধানী ডালে তাকে বলিও হতে নবী অথবা কবি।