চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্যম গহিরা থেকে ৫০ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি মো. আক্কাসকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় এক অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। আক্কাস আনোয়ারার স্থানীয় বাসিন্দা।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যম গহিরা এলাকার বাঁচা মিয়া মাঝির বাড়ির একটি ঘরে বেশকিছু ইয়াবাসহ একজন মাদক কারবারি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ সময় আক্কাসকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতর প্লাষ্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আক্কাস স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছে। তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।