মোঃ আরফান চৌধুরী কক্সবাজার প্রতিনিধি : রাজধানীতে ৪৯,০০০পিস ইয়াবা বহনকারী দুইটি মোটরসাইকেল সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ জানুয়ারি সকালে চকরিয়া পৌরসভা আব্দুল হামিদ বাস টার্মিনাল এলাকায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে বিশেষ অভিযানে এ চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান গত ১৭ই জানুয়ারি রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক চকরিয়া থানার একটি বিশেষ টিম গঠন করেন ও রাতভর পাহারা বসিয়ে অভিযান পরিচালনা করে, আজ ভোর আনুমানিক ৬/৭ টার দিকে দুটি মোটরসাইকেল যুগে তিনজন কে সন্দেহ করে তল্লাশি চালানোর সময় ৪৯ হাজার পিস ইয়াবা সহ দুটি মোটরসাইকেলে থাকা তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আরও পড়ুন : শাহজালাল ইসলামী ব্যাংকের ১৩৪তম এটিএম বুথ উদ্বোধন হলো আজ
আরও পড়ুন : চট্টগ্রামের বিজয়ী এমপিদের সময় কাটছে নেতাকর্মীদের মাঝে
গ্রেপ্তারকিত আসামীরা হলেন, ১/নং মোংজাহেদ (২২) পিতা জাফর আহাম্মদ / মাথা ছলিমা খাতুন সাং জাদিমুডা ৯ নং ওয়ার্ড ইউনিয়ন হীলা /২নং হাবিবুর রহমান (প্রকাশ হাবিব) (২৩) পিতা মোং ইউসুফ মাথা তৈয়বা খাতুন সাং নতুন পল্লান পাডা ৩নং ওয়ার্ড ইউনিয়ন টেকনাফ পৌরসভা/ ৩ নং মোংমফিজ উদ্দিন (২৩) পিতা এজহার মিয়া মাথা লায়লা বেগম সাং ধ্রুমং খালী ৮নং ওয়ার্ড ইউনিয়ন হলদিয়া পালং উকিয়া আসামিদের থেকে জব্দকৃত মালামাল ৪৯ হাজার ইয়াবা দুটি মোটরসাইকেল তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে। বর্তমানে ৩ জন কে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply