ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শোকবার্তায় বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও অন্য যারা নিহত হয়েছেন, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার্তায় এই শোকের সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার এবং জনগণের প্রতি সমবেদনা জানান।
প্রেসিডেন্ট রাইসিকে একজন বিচক্ষণ নেতা হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী নিহতদের স্বজন ও ইরানের জনগণ যেন শোক কাটিয়ে উঠতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে এক টুইট বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহাইয়ানিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
উল্লেখ্য, রবিবার (১৯ ম) রাতে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ আরও কয়েকজন এক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
আরো পড়ুনঃ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
আরো পড়ুনঃচকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ৩ প্রার্থীদের ব্যাপক প্রচারণা পিছিয়ে রইল ১ একজন
Leave a Reply