কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে নয় হাজার ৬০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আজিম উল্লাহকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।এর আগে, শনিবার রাতে উখিয়ার লম্বাশিয়া-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে ঐ যুবককে আটক করে এপিবিএন।
আটক আজিম উল্লাহ উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, আটককৃত রোহিঙ্গাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঐ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।