আবারও মুখোমুখি মাঠে নামছে ভারত-পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই লড়বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বুধবার (১৭ মে) দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ড্র শেষে এই বিষয়টি জানা গেছে।
আসন সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল এবং কুয়েত। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও লেবানন।
সাফে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে ফিফা র্যাংকিংয়ে সবচেয়ে শক্তিশালী দল লেবানন। বর্তমানে যাদের অবস্থান ৯৯তম। অপর অতিথি দল কুয়েতের ফিফা র্যাংকিং ১৪৩তম। এছাড়া ভারত ১০১তম, মালদ্বীপ ১৫৪তম, নেপাল ১৭৪তম, ভুটান ১৮৫তম, বাংলাদেশ ১৯২তম ও পাকিস্তান ১৯৫তম স্থানে রয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচগুলো রাউন্ড রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে। অর্থাৎ, প্রতিটি দল একে অপরের বিপক্ষে এক বার করে খেলবে। গ্রুপের শীর্ষে থাকা দু’টি দল সেমিফাইনালে খেলবে। লেবানন এবং কুয়েত মধ্য এশিয়ার দেশ হলেও সাফের জৌলুস বাড়ানোর জন্যে তাদের আমন্ত্রণ করা হয়েছে।
পাঁচ বছর পর ফুটবলে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। ভারতের ব্যাঙ্গালুরুতে আগামী ২১ জুন মুখোমুখি হবে এই দুই দল। স্বাগতিক ভারত গ্রুপের তিনটি ম্যাচই খেলবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
শেষ বার ২০১৮ এর সাফ কাপে ভারত-পাকিস্তান খেলেছিল। সেই ম্যাচ ভারত ৩-১ ব্যবধানে জিতেছিল।