বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন ব্যস্ত সময় পার করছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। গল টাইটান্সের হয়ে আসরের শুরু থেকেই বেশ আলো ছড়িয়ে যাচ্ছেন এই টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কায় বেশ ফুরফুরে মেজাজেই সময় পার করছেন সাকিব। সাকিবের সেই ফুরফুরে মেজাজের আভাস পাওয়া গেলো তার গাওয়া গানের মাঝেই। না, ক্রিকেট ছেড়ে সঙ্গীত শিল্পী হয়ে যাননি সাকিব, ‘মানিকে মাগে হিথে’খ্যাত লঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভার আবদারেই এক ভিডিওতে গান গাইতে দেখা যায় সাকিবকে।
এলপিএলের চলতি আসরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ৩০ বছর বয়সী ইয়োহানি। এলপিএলের নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিওতে ইয়োহানির সঙ্গে শ্রীলঙ্কায় নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা যায় সাকিবকে।
ইয়োহানি লঙ্কা প্রিমিয়ার লিগ সম্পর্কে সাকিবের কাছে জানতে চাইলে এই টাইগার ক্রিকেটার জানান, ‘অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকে আমি শ্রীলঙ্কায় আসছি। বাংলাদেশ দলও এখন এক-দুই বছরে এখানে খেলতে আসে। আর এলপিএলের সঙ্গে এবারই আমার প্রথম। আমি নিজে খুবই এক্সসাইটেড, এছাড়া আমার দলও বেশ ভালো করছে।’
শ্রীলঙ্কার কোন জিনিস সবচেয়ে ভালো লাগে এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, এই দেশটা খুবই অতিথিপরায়ণ। এখানকার মানুষগুলো অনেক বন্ধুত্বপূর্ণ। দেশটিও সুন্দর।’
এরপরি সাকিবকে একটি গান গাওয়ার চ্যালেঞ্জ জানান ইয়োহানি। ভারতের কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রাফির ‘আজকা তেরে মেরে পেয়ার কে চার্চে’ গানটি গাইতে বলা হইয় সাকিবকে। তখন সাকিবও নিজের গলায় গানটিতে সুর মেলানে ইয়োহানির সঙ্গে।
Leave a Reply