ঢাকা: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা গভমেন্ট মুসলিম হাই স্কুলের ১৫০ বছর পূর্তি উদযাপনের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর শুক্রবার, স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজনের অংশ হিসেবে এদিন ১৫০ বছর পূর্তি উৎসবের লোগো এবং থিম সং উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ রহমতুল্লাহ। এছাড়া মহাসচিব আসলাম পারভেজ মিঠু এবং উদযাপন কমিটির চেয়ারম্যান তারিক সিরাজও বক্তব্য রাখেন।
কাজী মোহাম্মদ রহমতুল্লাহ তার বক্তব্যে বলেন, “১৮৭৪ সালে এই প্রতিষ্ঠানটি তার যাত্রা শুরু করেছিল। দীর্ঘ ১৫০ বছরের এই পথচলায় এটি শুধু শিক্ষাই নয়, বরং ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আসন্ন পূর্তি উদযাপন আমাদের ঐতিহ্য, মূল্যবোধ এবং সাফল্যের স্মারক হিসেবে চিহ্নিত হবে।”
অনুষ্ঠানে প্রবীণ শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠানের অগ্রগতির নানা দিক তুলে ধরেন। উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালে বছরব্যাপী নানা আয়োজনের মাধ্যমে এই বিশেষ বছর উদযাপন করা হবে।
ঢাকা গভমেন্ট মুসলিম হাই স্কুলের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্যের গৌরব ও অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।