কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা এ তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার দুপুর ২ টার দিকে কে বা কারা এমন কাজ করেছে তা বলতে পারছে না কেউ। তবে সিসি টিভির ফুটেজে অজ্ঞাত এক ব্যাক্তিকে সনাক্ত করেছেন মন্দির কমিটি ।
প্রতিমা ভাংচুরের ঘটনা শুনে মন্দির আঙ্গিনায় ভীড় করে শত শত সনাতনী নারী পুরুষ। উপজেলার পুজা উদযাপন কমিটির সাধান সম্পাদক দেবাশিষ মুখার্জী টিংকু বলেন, দুপুরের দিকে মন্দিরে কোন লোক ছিল না। এ সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে একটি কক্ষে থাকা তিনটি প্রতিমা উল্টে ফেলে রেখে পালিয়ে যায়। এর ফলে প্রতিমা তিনটি ভেঙে যায় ।
তবে সিসি ক্যামেরায় অচেনা এক ব্যক্তিকে ওই মন্দিরের প্রধান ফটক থেকে প্রবেশ করতে দেখা গেছে। জগন্নাথ আখড়া নাট মন্দির কমিটির সভাপতি কমল কৃষ্ণ সাহা বলেন,এ মন্দিরের এমন ঘটনা এই প্রথম। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি। কলাপাড়া থানার ওসি মো.আলী আহমেদ জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।