মো: শরিফুল ইসলাম রবিন-মিরপুর: তীব্র গরমে পথচারীদের মাঝে ফ্রিতে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয়েছে। বৈশাখের প্রখর রোদ ও তাপমাত্রা যখন ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে আর এই তীব্র গরম থেকে কিছুটা সস্তি দিতে মানবতার হাত বারিয়ে দিয়েছেন ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি-৪৯৪ মিরপুর আঞ্চলিক কমিটি।
মঙ্গলবার ৩০ এপ্রিল রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকার প্রধান সড়কে ক্লান্ত পথচারী ও পরিবহন শ্রমিকদের মাঝে ফ্রিতে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেছেন ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি-৪৯৪ মিরপুর আঞ্চলিক কমিটির সভাপতি ফরিদ মিয়া, সাধারন সম্পাদক মোঃ সবুজ আহমেদ রাসেল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
এই তীব্র গরমে যখন সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, তখন ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি-৪৯৪ এর নেতৃবৃন্দরা নিজেদের স্বাস্থ্যের প্রতি উদাসীন থেকে নিরলসভাবে যানজট নিরসন ও নাগরিকদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য কাজ করে যাচ্ছেন।
এ সকল কার্যক্রোমে সার্বিক সহযোগিতা করেছেন উক্ত সংগঠনের মিরপুর আঞ্চলিক কমিটির প্রধান উপদেষ্ঠা আওলাদ হোসেন লাক্কু।
Leave a Reply