গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় চাঁদপুর বোর্ডিংয়ে (আবাসিক) অভিযান চালিয়ে ২১ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।আজ রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মান্নান প্লাজায় চাঁদপুর বোর্ডিংয়ে অসামাজিক কার্যকলাপ চলে। পুলিশ অভিযান চালালেও, আবার কিছুদিনের মধ্যে ওই আবাসিকে আবারও অসামাজিক কার্যকলাপ শুরু হয়।
এ বিষয়ে এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, ওই আবাসিক থেকে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থ নেওয়া হবে।