মোঃআরফানঃ কক্সবাজার চকরিয়া আজ ২৯ এপ্রিল ভোর সকালে গোপন সূত্রে খবর পেয়ে কোটা খালী এলাকায় পুকখালী নদী হইতে চকরিয়া থানার পুলিশ জেলের ছদ্মবেশে বিশেষ অভিযানে ইঞ্চিলবাহি একটি বোট ইয়াবা সহ জব্দ করেন। এসময় পুলিশের ধাওয়া খেয়ে ইয়াবা পাচারকারী সদস্যরা নদীতে ঝাপ দিয়ে পলিয়ে যান বলে জানান। পালায়নকারী নাম হল মোঃ শাহজাহান পিতাঃ বদি আলম, বাড়ী ঈদগাঁও পুকখালী এলাকায় বলে জানা যায়। জব্দকৃত ইঞ্জিলবাহী বোট এর মধ্যে থাকা পাঁচটি ড্রামের মধ্যে ১২ লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা আছেন বলে জানা যায়। যার বর্তমান বাজার মূল্য ৩৭ কোটি ৫০ লক্ষ টাকা,এই সফল অভিযান পরিচালনা করেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
তিনি আরো জানান বর্তমানে এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
আরো পড়ুনঃ৪০৬ ক্যান বিয়ারসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
আরো পড়ুনঃঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে ভোট
Leave a Reply