মোঃআরফানঃ চকরিয়া পৌরসভার সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদ ভেতর বর্বোরোচিত হামলার প্রতিবাদে অদ্য ২৭ জানুয়ারি বিকেল ৩:০০ টায় এক প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করেন।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী উপর মসজিদের ভেতর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ করেন উক্ত সমাবেশে প্রধান অতিথি জনাব আলহাজ্ব জাফর আলম বিএ, অনার্স, এম এ সাবেক সংসদ সদস্য চকরিয়া পেকুয়া ১ আসনের, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু মুছা,সাধারণ সম্পাদক চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, সভাপতিত্ব জনাব জাহেদুল ইসলাম লিটু, সভাপতি চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ, আয়োজনে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের এবং সকল অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মীরা ওই সমাবেশ সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন জনাব আলহাজ্ব জাফর আলম বিএ, অনার্স, এম এ, বলেন, আমাদের চকরিয়া পৌরসভার অন্তর্গত অবস্থিত সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদ টি হচ্ছে চকরিয়া সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজের পবিত্র একটি স্থান ওই স্থানে দুঃখজনকভাবে একজন বাংলাদেশ চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরীর উপর মসজিদের ভেতরে হামলা করে একটি বিতর্কিত ও মসজিদ পরিচালনা কমিটি ঘোষণা কড়াই আমরা সকলে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই ওই সময় বক্তৃতায় আরো বলেন, পুরনো কমিটি মাত্র দশ মাস হয়েছে এখনো ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয় নাই তার আগে আরেকটি কমিটি গঠন করে এটি বৈধ হতে পারে না তাই অবিলম্বে এই নতুন কমিটি বাতিল করে পুরনো কমিটি বহল রাখতে দাবি জানান সমাবেশের নেতৃবৃন্দরা।
আরো পড়ুনঃসোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদ
Leave a Reply