আরফানঃ ৬ ফেব্রুয়ারি রাত ১২:০০ টার সময় কক্সবাজার চকরিয়া হারবাং ১ নং ইউনিয়নের আওতাধীন স্টেশনের দক্ষিণ রাস্তার পশ্চিম পাশে সাবেক এম,ইউ পি, জহির উদ্দিন বাবর এর পাহাড় কেটে মাটি নেওয়ার সময় তিনজন আটক করেছেন চকরিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফকরুল ইসলাম
ওই সময় চকরিয়া থানার পুলিশের একটি টিম সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ও আটককৃতদের অবৈধভাবে রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি নেওয়ার কাজে ব্যবহারিত একটি ভেকু গাড়ি দুইটি ডকুমেন্ট বিহীন মিনি ডাম্পার গাড়ি জব্দ করেন ও অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত তিনজনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মোঃ ইয়াসিন, মোঃ মিজান, মোঃশেফায়াত নামক তিনজনকেই আটক করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১৯৯৫ এর ৬ (খ) ধরায় অপরাধে শাস্তির আওতায় ধারা ১৫ (৪) নং এ দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
ওই সময় আরো বলেন যারা অবৈধভাবে পাহাড় ও টিলা ও বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ রক্ষায়নের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুনঃশহিদুল’কে গ্রেফতার করেছে র্যাব-১০
Leave a Reply