মোঃ আরফানঃ কক্সবাজার চকরিয়া বানিয়াছড়া স্টেশনে আজ আবারো চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সড়কে রোড এক্সিডেন্ট হল
২ মে বিকেল ৩ টাঃ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আশা একটি তেলবাহী গাড়ী চট্রমেট্র -চ ৪১-০৭০৭ নং গাড়ীর ধাক্কায় ৫-টি গাড়ী ধুমুরে মুচরে যায় যাহার মধ্যে ছিল ১ টি থ্রীহুলার ,২ টি মোটরসাইকেল , ১ টি ঔষুধ সরবরাহকারী কভার ভ্যান যাহার গাড়ী- নং ঢাকা মেট্রো অ-১৩-১০৪২ -, ১ টি প্রাইভেট কার গাড়ী যাহার – নং চট্র মেট্র -গ-১১-৮৬৯১ – মোট ৫ টি গাড়ীই চকরিয়া হইতে ছেড়ে আসা চট্টগ্রাম বানিয়াছড়া সেই লড়ি গাড়ির চাপায় ঘটনাস্থলে ৫ টি গাড়ী মুছরে যায়। ওই সময় ১ জন মহিলা, ১জন চলক সহ ১০ জন কভার ভ্যান এর চলক ১ জন, প্রাইভেট কারে ৪ জন, মোটরসাইকেল আরোহী ২ জন মোট আনুমানিক ১৭ জন ঘটনা স্তলে গুরুতর আহত হন । তৎক্ষণিক চিরিংগা হইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব ভূঁইয়ার নেতৃত্বে সকল আহত ব্যক্তিদের চকরিয়া আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা জন্য প্রেরণ করেন।
অতপর, দুর্ঘটনায় কবলিত গাড়ী গুলো উদ্ধার করে চিরিংগা হাইওয়ে থানায় নিয়ে আসেন।
আরো পড়ুনঃ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র্যাব-১০
Leave a Reply