দিগন্তধারা\আরফানঃ আজ সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার গামী জাকীর ট্রাভেলস নামক এক পিকনিক বাসের সাথে একটি লেগুনা চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া-চকরিয়া সীমান্তবতী উত্তর হারবাং কলাতলী নামক স্থানে মুখোমুখী সংঘষে দুর্ঘটনা ঘটে।এ অবস্থায় ৪ জন নিহিত ও ৫ জন গুরতর আহত হয়।
নিহতরা হলেন, কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার হারবাং উনিয়নের ৮নং ওয়ার্ডের মস্তাক আহমেদের পুত্র রিদোয়ান(৪২), রশীদ আহমেদের পুত্র বক্কর(৩৮), মজাফরের পুত্র মহিউদ্দীন(৩৬), বাদশার পুত্র (৩৯) ঘটনাস্থলে জানাজায় এরা সবাই একই হারবাং উনিয়নের বাসীন্দা।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।পরে ছিরিঙ্গী হাইওয়ে থানা ও চকরিয়া ফায়ার সাভিসের একটি টিম যান চলাচল স্বাভাবিক করে।
এলাকাবাসি জানান, কক্সবাজার গামী জাকীর ট্রাভেলস নামক এক পিকনিক বাসটি বেপরোয়া গতিতে আসে এবং লোহাগারা গামী একটি লেগুনা গাড়ীর সাথে সংঘষ হয়।এমত অবস্থায় ঘটনাস্থালে ৪ জন নিহিত হয়। এবং অহতদের স্থানীয়রা উধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ছিরিঙ্গী হাইওয়ে থানার ওসি মাহাবুবুল হক ভুইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুত ঘটনাস্থালে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।এবং মরাদেহ উদ্ধার করে থানায়ার হেফাজতে পাঠায়। তিনি আরো জানান, আইন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Leave a Reply