1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. specialsystemuser@stand.com : :
  9. zillurk85@gmail.com : Zillur :
চাঁদপুরে সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ - Digonto Dhara,News
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গণহত্যার অভিযোগে আমু-কামরুলের শুনানি ১৮ ডিসেম্বর নির্ধারিত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন হরভজন কারা অধিদপ্তরের লোগোতে পরিবর্তন, ৭০০ বন্দি রয়ে গেছে পলাতক ঐশ্বরিয়ার জায়গায় আলিয়া: সুযোগ পাওয়ার অদ্ভুত গল্প তিশার খোলামেলা স্বীকারোক্তি: ‘বিয়ে করাটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল বোনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে নার্গিস ফাখরি: চাপের মুখে সিদ্ধান্তের ইঙ্গিত? বিয়ে নিয়ে খোলামেলা কথা বললেন সাফা কবির বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করছে ২৫ হাজার টন চিনি ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, সম্পর্কোন্নয়নে আলোচনা প্রত্যাশিত ডিএনএ মিলেছে: মাহমুদুর রহমানই হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত”

চাঁদপুরে সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ

  • প্রকাশ কাল : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৪০ জন দেখেছে
চাঁদপুরে সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ

সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার চাঁদপুরের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

তিনি বলেন, “মায়া চৌধুরীর বাড়ির দুটি তিন তলা বিল্ডিংয়ের নিচতলায় আগুন দেওয়া হয়েছিল। রাত ১১টার দিকে আমরা আগুনের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।”

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ বলেন, “রাতে খবর পেয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরে পুলিশ সুপারের নির্দেশে এখানের যৌথবাহিনীর ইনচার্জ স্যারের নেতৃত্বে ঘটনাস্থলে যাই।

“আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার বলেন, “আমরা এটিকে ন্যক্কারজনক ঘটনা মনে করি। আমরা এটিকে এক বিন্দুও সমর্থন করি না। এ ঘটনায় আমাদের পরিবারের কোনও সদস্য কোনোভাবেই জড়িত নেই।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান। আমরা কখনোই সহিংসতার রাজনীতি করি না। সহিংসতার রাজনীতিকে আমরা আশ্রয়-প্রশ্রয় দিই না। ”

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী বলেন, “সন্ধ্যার দিকে আমরা সাবেক এমপি মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাই। এরপর আমরা দ্রুত সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস নিয়ে যাই।

তিনি বলেন, “দুটি বাড়ির নিচতলায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছিল। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ কারণে আগুন নিচতলাতেই সীমাবদ্ধ ছিল। ”

কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশের এ কর্মকর্তা। তবে এ সময় বাড়িতে মোফাজ্জল হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের কোনো সদস্য ছিলেন না।

মুক্তিযুদ্ধে বীর বিক্রম উপাধি পাওয়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছিলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছেন। তবে তার বিরুদ্ধে চাঁদপুর, ঢাকা, নারায়ণগঞ্জে একাধিক মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews