1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. specialsystemuser@stand.com : :
  9. zillurk85@gmail.com : Zillur :
চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মোঃ মারুফসহ ১১ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ - Digonto Dhara,News
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দর্শনায় এমপি টগরের পেতাত্মারা এখনো এমডি রাব্বিক হাসানের চারপাশে বহাল তবিয়তে পুরান ঢাকায় অনুষ্ঠিত হলো সাকরাইন উৎসব পল্লবীতে ৯১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ আমিনুর রহমান কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পল্লবীতে মাদক ব্যবসায়ী মাহবুবা খানম পৃথিবীর রাজত্ব, এলাকাবাসী আতঙ্কে রূপগঞ্জের ৩০০ ফিটে আমির পিঠাঘরের সুনাম: পিঠার ঘ্রাণে মুগ্ধ দূর দূরান্তের মানুষ ঐতিহ্যবাহী ঢাকা গভমেন্ট মুসলিম হাই স্কুলের ১৫০ বছর পূর্তি উদযাপনের শুভ সূচনা এভারকেয়ার হাসপাতালে অবহেলায় গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ ছোটশলুয়ার বহুরূপী চাঁদাবাজ আলমগীরের বিরুদ্ধে চাঞ্চল্যকর নারী কেলেঙ্কারি,আপন ছোট ভাইয়ের স্ত্রীর সাথে অবৈধ সর্ম্পক শেষে গর্ভাপাত চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামের বহুরূপী আলমগীর কায়েম করেছে ত্রাসের রাজত্ব: চাঁদাবাজ ও মাদক সিন্ডিকেটের কাছে অসহায় এলাকাবাসী

চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মোঃ মারুফসহ ১১ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

  • প্রকাশ কাল : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৭৬ জন দেখেছে
চাঁদাবাজ
চাঁদাবাজ

শাহারিয়ারঃ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মোঃ মারুফসহ ১১ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র‌্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০২ মে ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৪:৩০ ঘটিকা হতে ০৭:১০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে পরিবহন চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা ১। মোঃ মারুফ (৩৮), পিতা-মৃত বরকত উল্লাহ্, সাং-দক্ষিণ যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ঢাকাসহ মোট ১১ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিদের নাম ২। মোঃ ইমরান হোসেন (৩৫), পিতা-মৃত মজিবর রহমান, সাং-শিমুলিয়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ৩।মোঃ জাকির হোসেন (২৩), পিতা-মৃত আজাহার প্রামানিক, সাং-দৌলতদিয়া, থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী, ৪। মোঃ রায়হান (২২), পিতা-মোঃ শাহজাহান, সাং-দক্ষিণ যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৫। মোঃ চয়ন (১৮), পিতা-মোঃ নয়ন মিয়া, সাং-কাজলা, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৬। মোঃ আপন (১৮), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-নড়পাটি, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, ৭। মোঃ রুহুল আমিন (৪০), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-বুড়োচর, থানা-উত্তর মতলব, জেলা-চাঁদপুর, ৮। মোঃ আল আমিন (২৫), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-নামাগোতাশিয়া, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী, ৯। মোঃ তানজির (২৪), পিতা-মোঃ বাচ্চু মিয়া, সাং-সয়দাবাদ, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ১০। মোঃ এহসান আহম্মেদ সজীব (২৬), পিতা-মোঃ মোস্তফা ব্যাপারী, সাং-চন্দনকোঠা, থানা-যাত্রাবাড়ী, ঢাকা ও ১১। মোঃ আরিফুল হাসান শাওন (১৮), পিতা-মোঃ ইকবাল হোসেন, সাং-যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ১২,৩২০/- (বারো হাজার তিনশত বিশ) টাকা এবং ১১ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুনঃচকরিয়া থানার বিশেষ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমানের ইয়াবা

আরো পড়ুনঃ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হলো চকরিয়ায়

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews