1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. specialsystemuser@stand.com : :
  9. zillurk85@gmail.com : Zillur :
ছেলের ‘দুর্ঘটনা’ নিয়ে মুখ খুলছে না পরী মণির বাড়ির কেউ - Digonto Dhara,News
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
“‘মুক্ত বাতাসেও’ স্বস্তি মিলছে না নেতাকর্মীদের: অস্থিরতার ছায়া!” “সোহেল তাজের নেতৃত্বে তিন দাবিতে পদযাত্রা: রাজপথে নতুন আন্দোলন!” জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুলিশের নিরাপত্তা, সেনাবাহিনীর টহল “মহাসংগ্রামে কমলা: আগাম ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে!” রাজধানীর পল্লবীতে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক ‘নিজেকে পুনরাবিষ্কার’ করছেন মেসি শক্তিশালী দুদক গঠন নিয়ে যা বললেন সাবেক চেয়ারম্যান গোলাম রহমান হাসিনা সরকারের মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন জি এম কাদের ৭২ ঘণ্টার মধ্যে সাত কলেজকে বাতিলের আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের অবশেষে বিবাহ অভিযানে অপু বিশ্বাস?

ছেলের ‘দুর্ঘটনা’ নিয়ে মুখ খুলছে না পরী মণির বাড়ির কেউ

  • প্রকাশ কাল : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৫ জন দেখেছে
ছেলের ‘দুর্ঘটনা’ নিয়ে মুখ খুলছে না পরী মণির বাড়ির কেউ

ঢালিউড অভিনেত্রী পরী মণির পুরো জীবন জুড়ে ছেলে পূণ্য। তাই ছেলের কিছু হলে পরী খুব স্বাভাবিকভাবেই বিচলিত হয়ে পড়েন। এবারও তাই ঘটলো।

বুধবার (৩০ অক্টোবর) রাতেই ছেলের আহত হওয়া একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন পরী মণি। চোখ ফুলে বন্ধ হয়ে গেছে, চোখের ওপরটা লাল হয়ে আছে। ছেলে পূণ্যর এমন একটি ছবি পোস্ট করে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

পূণ্যের এমন ছবি প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন, ‘দুর্ঘটনা’। এর বেশি বিস্তারিত কোনো তথ্য দেননি। এরপরই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ, কি হয়েছে পরীর ছেলের?

এরপর বৃহস্পতিবার সকালেই এক ফেসবুক স্ট্যাটাসে নায়িকা জানালেন, তার বাসায় না থাকার অনুপস্থিতিতেই এই কাণ্ড ঘটেছে। তবে বাড়িতে যারা উপস্থিত ছিলেন তারা কেউ স্বীকার করছেন না, কীভাবে ব্যথা পেয়েছে পূণ্য।

পরীমণি লিখেছেন, আপনার অনেকেই হয়তো জানেন যে, গত ২৯ তারিখ আমার প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’-এর ট্রেলার লঞ্চিংয়ের আয়োজন ছিলো। সেখানে আমি আমার ছেলেকে নিয়ে যাইনি বা নিতে চাইনি।

তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো, আমি আসলেই চাইনি আমার বাচ্চা কোনো অনাকাঙ্ক্ষিত ক্রাউড ফেইস করুক। দ্বিতীয়ত, আমি আমার ছেলের জন্য দ্বায়িত্বরত তিনজন মানুষের একটা সুন্দর/প্রপারলি দ্বায়িত্ববোধ দেখতে চেয়েছিলাম। কিন্তু আমি ফেইলড! আমার ছেলে টা ইনজুরড।

ছেলে কীভাবে ব্যাথা পেয়েছে সেটা এখনও জানতে পারেননি উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, স্বাভাবিকভাবেই আমি সবার কাছে জানতে চেয়েছি- ইঞ্জুরড কিভাবে হয়েছে? কেউই সত্যি/ঠিকভাবে কোনো উত্তর দেয়নি! তাদের একটাই উত্তর, ‘আমি/আমরা কিছু জানিনা। কই কি হইছে দেখি তো!’

‘আমি একটা পর্যায়ে আমার কন্ট্রোল হারাই। রাগে আমার পুরো পৃথিবী আগুন লাগাতে ইচ্ছে হয়েছিল। কিচ্ছু লাভ হয়নি তাতে! তারা সবাই তাদের ওই এক উত্তরেই আটকে ছিল। আমারও আর বারবার জেরা করা সম্ভব হয়নি। কারণ ছেলে শুধু আমাকেই দেখছিল। আমিও সব ছেড়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যাই।’

এরপরের পরিস্থিতি উল্লেখ করে পরী লেখেন, ঘুম থেকে উঠে দেখি ছেলের এক চোখ আর খোলে না! কি করব বুঝতে পারি না। এভারকেয়ার হসপিটাল থেকে বাংলাদেশ আই হসপিটাল, ছুটতে থাকি….এতো অসহায় লাগছিল আমার!

তবে বর্তমানে ছেলে সুস্থ আছেন উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘যাই হোক, আল্লাহর রহমতে অনেক খারাপ হওয়ার হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।

আমি অবাক হই আমার ছেলে ঠিক আমার আর আমার নানা ভাইয়ের মতো। কি করে যেন সব সহ্য করে নেয়। এতো ধৈর্য্য আর সহনশীলতা এই ছোট্ট বয়সে..! আল্লাহ মহান! আমি সব সঠিকভাবে সামলে উঠতে পারছি না হয়তো। কিন্তু আমার শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি। দোয়া করবেন।’

ছেলের বয়স প্রায় দু’বছর। ধুমধাম করে ছেলের জন্মদিন পালনের খুব বেশি সময় হয়নি। তারপর নায়িকা নিজের জন্মদিনও উদযাপন করেন দুই ছেলেমেয়েকে নিয়ে।

শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর থেকেই পরী তার ছেলেকে নিয়ে একাই থাকেন। ছেলের যাবতীয় দেখভালের দায়িত্ব মায়ের ওপরই। পূণ্যকে নিয়েই পরী এদিক-সেদিক যান। এমনকি শ্যুটিংয়েও ছেলেকে নিয়ে যেতে ভোলেন না অভিনেত্রী।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews