মীরপুরের ঐতিয্যবাহী জান্নাতুল মাওয়ার কবরস্থানের প্রায় ৪০ কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ। ভূমিদস্যুরা দখল করে নিচ্ছে মিরপুর জান্নাতুল মাওয়া কবরস্থানের জায়গা।
জানা যায়, অরজিনাল-১০ নম্বরে অবস্থিত ৫ কাঠা জায়গা নিয়ে হাইকোটে একটি চীরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশকে অবঙ্গা করে দখল করে নেওয়ার চেষ্টা করে ভূমিদসুরা । গতকাল জান্নাতুল মাওয়া কবরস্থান, মসজিদ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমানত হোসেন ভূমি দখলের সংবাদ পেয়ে ছুটে গেলে দেখে দেখে নেওয়ার হুমকি প্রদান করে।
নওয়ার শরীফ ইট ,বালু,সিমেন্ট দিয়ে জায়গাটিতে দেয়াল গড়ার প্রচেষ্ঠা করে । এতে বাধা প্রধান করলে তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে ।
এ বিষয় আমানত হোসেন বলেন ৫ কাঠা জায়গা নিয়ে হাইকোটে একটি চীরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশকে অবঙ্গা করে দখল করে নেওয়ার চেষ্টা করে ভূমিদসুরা। আমি বাধা দিলে তারা আমাকে বিভিন্ন হুমকি প্রধান করে । আমি আতঙ্কে আছি যে কোন সময় তারা আমার উপর হামলা করতে পারে আমার জীবন অনিশ্চিত ।
Leave a Reply