ডেস্কঃ চিত্রনায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে মার্চের ২ তারিখ তার সদস্য পদ বাতিল করা হয়। এবার তার সদস্য পদ ফিরিয়ে দিবেন বলে জানিয়েছেন সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান এই অভিনেতা।
তিনি জানান শুধু জায়েদ নয়, সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দিবেন তিনি।
সম্প্রতি এক প্রশ্নের জবাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।
ডিপজল বলেন, ‘ঠিক কী কারণে জায়েদের সদস্য পদ বাতিল করা হয়েছিল আমার ঠিক জানা নেই। তবে এবার আমরা সমিতি থেকে যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে, তাদের একজনকেও বাদ দেওয়া হবে না। বরং সবাইকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। নতুন আরও সদস্য যুক্ত করা হবে। এই সংগঠন শিল্পীদের। তাদের কল্যাণেই আমরা কাজ করব।’
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। এই কমিটি ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছে।
আরো পড়ুনঃব্রিটিশ তেলবাহী ট্যাংকারে সরাসরি হামলা
আরো পড়ুনঃকিশোর গ্যাংয়ের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০
Leave a Reply