দিওগন্তধারা/মোঃআরফানঃ আজ ১৪ জানুয়ারী কক্সবাজার চকরিয়া মসোনিয়া কাটা নামক এলাকায় ভোর ৫:৩০ মিনিট এ এক ব্যাক্তি ট্রেনের নিচে কাটা পড়ে।এমতঅবস্থায় ঐ এলাকার চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ও এলাকাবাসি দুরুত এগিয়ে যান এবং মরা দেহ টি উদ্ধার করেন।ঘটনাস্থালে তদন্ত করে দেখাযায় মৃতঃ ব্যাক্তির নাম মোঃ শাহ-আলম(৫০) উনি চকরিয়া বরইতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোবিন্দপুর পশ্চিম পাড়ার খলিলুর রহমানের ছেলে।এ দিকে চকরিয়া থানার আওতাধীন হারবাং থানার পুলিশ অফিসার ইনসাস মো: জাহাঙ্গীর ঘটনাটি জানতে পেরে দুরুত তার একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌছায় এবং মরা দেহ টি চকরিয়া থানায় প্রেরণ করেন।
Leave a Reply