অনিকঃ টালিউড নায়িকা পাওলি দাম। ২০০৫ সালে নির্মাতা রাজু চৌধুরীর ‘রিভেঞ্জ’ দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। এরপর নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’। এবার ঢাকাই ইন্ডাস্ট্রিতে তৃতীয়বারের মতো কাজ করছেন তিনি। সিনেমার নাম ‘নীল জোছনা’। এটি নির্মাণ করবেন ফাখরুল আরেফিন খান।
সরকারি অনুদানের এ সিনেমা নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজিবিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। যেখানে প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় দেখা মিলবে পাওলির।
সম্প্রতি কলকাতার ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফাখরুল আরেফিন খান। তবে সিনেমায় পাওলির বিপরীতে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
সিনেমাটি নিয়ে কালবেলাকে এ অভিনেত্রী বলেন, ‘এই সিনেমাটি সঙ্গে আমার কথা হয় আরও এক বছর আগে। এরপর আমি গল্পটি পরি। তারপরই সিদ্ধান্ত নেই কাজটি করার।’
সিনেমায় পাওলির বিপরীতে কে অভিনয় করছে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। তবে দেশের একজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এমনটাই জানান নির্মাতা ফাখরুল আরেফিন খান। খুব শিগগিরই নামটি চূড়ান্ত করা হবে।
আরো পড়ুনঃশনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি
আরো পড়ুনঃ০৪ জন কুখ্যাত আন্তর্জাতিক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০
Leave a Reply