শাহারিয়ার; সারা দেশে তীব্র তাপপ্রবাহে পুরাতন ঢাকা সূত্রাপুরের কৃতি সন্তান কিশোর আলো যুব সংঘের (সাবেক – সভাপতি), ওয়েলমার্ট স্পোর্টসের কর্ণধারের উদ্যোগে পানি-স্যালাইন বিতরণ করেছে। গত ৯/৫/২৪ ইং বিশুদ্ধ পানির বোতল ও স্যালাইন বিতরণ কার্যক্রম করেছে।
গোলাম মর্তুজা(অন্তর)দিগন্তধারাকে বলেন, কিশোর আলো যুব সংঘের প্রতিষ্ঠা হয়েছে তরুণদেরকে মানবসেবায় নিয়োজিত করার জন্য। মানুষকে পানি পান করানো, উপকার করা প্রিয় নবিজী (হযরত মোহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) মহৎ ও মানবিক আদর্শের অনুসরণ করা। চলমান তীব্র গরমে ও তাপপ্রবাহে শ্রমজীবী, দিনমজুর, খেটে খাওয়া মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। প্রতিনিয়ত হিট স্ট্রোকের ঘটনা ঘটছে। এক্ষেত্রে ঠাণ্ডা পানি ও স্যালাইন কিছুটা হলেও তাদেরকে স্বস্তি দেবে।’
তিনি এই তাপপ্রবাহে মানুষকে স্বস্তি দিতে দেশের অন্যান্য সংগঠনকেও মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, ‘এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।
আরো পড়ুনঃএসএসসি ও সমমানের ফলাফল-২০২৪ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী
আরো পড়ুনঃশশি ও হানিফ সহ মোট ১২ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১০