আরফানঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষকের পরিবার উপর হামলা কক্সবাজার চকরিয়া থানাধীন কাকারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাইজ কাকারা দরগাহ রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার|
০১ফেব্রেুয়ারী ২৪ইং তারিখ বিকেল অনুমান ৩:৪৫ ঘটিকের সময় ঘটনা স্থান আমার নিজ বসতিও ভিটায় আমি উম্মে হাবিবা (৩২) প্রতি দিনে নিয়ে আয় সেদিনও আমার বাড়ি উঠানে সামনের এক অংশে আমার গৃহপালিত কয়েকটি গরু নিয়ে খাবার দেওয়ার সময় অতর্কিতভাবে আমাদের পাশের ১.লোকমান হাকিম (৪০) ২.কাইছার উদ্দীন কাজল (৩৬) সহ আরো ৬/৭ জন অজ্ঞাত লোকজন নিয়ে আমার উপর নির্যাতন করেন। তৎক্ষণিক আমার স্বামী নুরুল আলম খবর পেয়ে আমাকে বাঁচানোর উদ্দেশ্যে আসলে তাকে লোকমান হাকিম নিজ হাতে লোহার রড নিয়ে এসে আমার স্বামী নুরুল আলমের মাথায় আঘাত করেন। তাতেও শান্ত হয় নাই পরে ধারালো চুরি নিয়ে আঘাত করার চেষ্টা চালিয়ে যান সন্ত্রাসী বাহিনীর লোকজন। ওখান থেকে আমি সহ আমার ফ্যামিলির লোকজন কোনরকম প্রাণে বেঁচে যাই ও তৎক্ষণিক চকরিয়া সরকারি হাসপাতালে ছুটে যাই।
এ বিষয় নিয়ে চকরিয়া থানায় একটি অভিযোগ দেওয়া হইছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবাররা।
আরো পড়ুনঃপিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের মোঃলাকিনকে হত্যার চেষ্টা
Leave a Reply