মোঃআরফানঃ কক্সবাজার চকরিয়া মালুম ঘাট স্টেশন থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে তুলে নিয়ে দুর্বৃত্তদের হাতে যুবক খুন হল বলে জানিয়েছেন এলাকার মানুষ।
২৫ ই মার্চ সন্ধ্যাই ইফতারের পূর্ব মুহূর্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর রহমান নমক এক যুবককে অস্ত্র মুখে জিম্মি করে নিয়ে খুন করেন, দুর্বৃত্তদের ওই সময় স্থানীয় লোকজন বিষয়টি নিশ্চিত করেন।এবং তৎক্ষণিক চকরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি জানতে পেরে তৎক্ষণিক চকরিয়া থানা হইতে একটি পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিতি হয়ে লাশ টি উদ্ধার করে।অতঃপর জানাজায় নিহত যুবক ডুলাহাজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ডুম খালী গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আব্দুর রহমান ও তাঁর বিরুধে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চকরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
আরো পড়ুনঃ২১৩ (দুইশত তের) বোতল ফেন্সিডিল সহ পিকআপ জব্দ র্যাব-১০
আরো পড়ুনঃঈদে আসছে মায়া
Leave a Reply