1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. specialsystemuser@stand.com : :
  9. zillurk85@gmail.com : Zillur :
নিজেকে বদলে ফেললেন চঞ্চল চৌধুরী - Digonto Dhara,News
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে ৯১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ আমিনুর রহমান কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পল্লবীতে মাদক ব্যবসায়ী মাহবুবা খানম পৃথিবীর রাজত্ব, এলাকাবাসী আতঙ্কে রূপগঞ্জের ৩০০ ফিটে আমির পিঠাঘরের সুনাম: পিঠার ঘ্রাণে মুগ্ধ দূর দূরান্তের মানুষ ঐতিহ্যবাহী ঢাকা গভমেন্ট মুসলিম হাই স্কুলের ১৫০ বছর পূর্তি উদযাপনের শুভ সূচনা এভারকেয়ার হাসপাতালে অবহেলায় গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ ছোটশলুয়ার বহুরূপী চাঁদাবাজ আলমগীরের বিরুদ্ধে চাঞ্চল্যকর নারী কেলেঙ্কারি,আপন ছোট ভাইয়ের স্ত্রীর সাথে অবৈধ সর্ম্পক শেষে গর্ভাপাত চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামের বহুরূপী আলমগীর কায়েম করেছে ত্রাসের রাজত্ব: চাঁদাবাজ ও মাদক সিন্ডিকেটের কাছে অসহায় এলাকাবাসী পুরান ঢাকার ঢাকাইয়াদের ঐতিহ্যবাহী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত গুলিস্থানে শীতবস্ত্র বিক্রেতা আল আমিন হত্যা মামলার প্রধান আসামি সোহাগ গ্রেফতার

নিজেকে বদলে ফেললেন চঞ্চল চৌধুরী

  • প্রকাশ কাল : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫৭ জন দেখেছে
নিজেকে বদলে ফেললেন চঞ্চল চৌধুরী
নিজেকে বদলে ফেললেন চঞ্চল চৌধুরী

অভিনয়শিল্পীদের জীবনের এক অদ্ভুত অধ্যায়। যতটা বাস্তবে থাকেন, ধারণকৃত চরিত্রে থাকেন তার চেয়ে ঢের বেশি! কিন্তু সেই চরিত্রে নিজেকে দেখে কারও কাছে অচেনা লাগে কি? উত্তর হলো- লাগে। যেটার তরতাজা উদাহরণ চঞ্চল চৌধুরী।

প্রসঙ্গ একটু পরিষ্কার করা যাক। প্রথমবারের মতো টলিউডের ছবিতে অভিনয় করেছেন চঞ্চল। নাম ‘পদাতিক’। এটি নির্মাণ করছেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। ছবিটি নির্মিত হচ্ছে উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন অবলম্বনে। এর এতে খোদ মৃণাল সেন রূপে কাজ করেছেন ঢাকার চঞ্চল।

চঞ্চল থেকে মৃণাল হয়ে ওঠার পেছনে কিছুটা সুবিধা পেয়েছেন বটে। কেননা, মৃণালের সঙ্গে তার চেহারার খানিকটা মিল আছে। কিন্তু একজন কিংবদন্তি নির্মাতার চিন্তা, আদর্শ, ভাবভঙ্গি আর চলচ্চিত্র দর্শন, এসব ধারণ করা মোটেও সহজ ছিল না। তাই চেষ্টার ত্রুটি রাখেননি অভিনেতা।

গত ১৪ মে ছিল মৃণাল সেনের জন্মদিন। এ উপলক্ষে মার্কিন সাময়িকী ভ্যারাইটিতে ‘পদাতিক’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানেই ছবির একটি স্থিরচিত্র ব্যবহার করা হয়। যেটা দেখে চমকে গেছেন খোদ চঞ্চলই!

তিনি বললেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। এটা মৃণাল সেন নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেকখানি ভালোও লেগেছে। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কী অসাধারণ কাজ।’

এমন চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ দেওয়ার জন্য নির্মাতা সৃজিতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চঞ্চল। বলেছেন, ‘ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা সৃজিতদার প্রতি, এরকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে আমাকে নির্বাচন করার জন্য।’

এর আগে ভ্যারাইটির প্রতিবেদনে ‘পদাতিক’ নিয়ে চঞ্চল বলেন, ‘শুধু দেখতে একরকম হওয়া একটি বায়োপিকের জন্য যথেষ্ট নয়, বিশেষ করে মৃণাল সেনের মতো একজন কিংবদন্তির ক্ষেত্রে। আমার চেষ্টা ছিল তার ভেতরকার অনুভূতি ধারণ করার। সেই চ্যালেঞ্জটা আমি নিয়েছি। মানুষ হয়তো মৃণাল সেনের ছবি দেখেছেন, জেনেছেন, কিন্তু তার জীবনাদর্শ জানেন না। মানুষের কাছে সেই অজানা বিষয়গুলো তুলে ধরাই আমাদের দায়িত্ব ছিল।’

উল্লেখ্য, ছবিটিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার মনামী ঘোষ। ইতোমধ্যে ছবির শুটিং পর্ব শেষ। চলছে পোস্ট প্রডাকশনের কাজ। শিগগিরই মুক্তির ঘোষণা আসবে।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews