“”””””নিয়তি”””””
এসএম,ফারুখ আহমেদ
কি আশায় বাঁধি ঘর
বেদনার বালু চর।
নিয়তি মোর মরুভূমি
যাতনায় হই অগ্রসর।
কিসের লাগি এতো
কার জন্য জীবন মাটি
সবাই দেখি পর
মোর ভেঙে দেয় ঘর।
তবুও বাধি ঘর
সুখের লাগি
আপন করিতে সবারে
তাহারাই করে দেয় পর।
আমি আঁধারে আলোজ্বালাই
সে আলোয় কারাকারি
সবাই তাহাতে সুবিধা পায়
আমার ভাগে কই।
খোলা গগনে হতাশায় তাকাই
হে দয়াল দয়াময়
আমি একাকি একার আমি
ব্যথার যাতনায় ক্ষয়।
তবুও বাধি ঘর
আপন করিতে কারো
সবাই যখন নিজ লাভে
আমার তখন ব্যয়।
—-
—–
আরো পড়ুনঃকিশোর গ্যাং লিডার হাসিবুলসহ বাহিনীর ০৭ সদস্যকে ছিনতাইকালীন অবস্থায় গ্রেফতার করেছে র্যাব-১০
আরো পড়ুনঃড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী