নির্বাচনকে বানচাল করতে বিএনপি সন্ত্রাস ও ষড়যন্ত্র করছেন : ওবায়দুল কাদের
প্রকাশ কাল :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
২৭
জন দেখেছে
দিগন্তধারাঃআজ বাংলাদেশআওয়ামীলীগেরসাধারণসম্পাদকএবংসড়কপরিবহনওসেতুমন্ত্রীওবায়দুলকাদেরবলেছেন, দ্বাদশজাতীয়সংসদনির্বাচনকেবানচালকরতেবিএনপিসন্ত্রাসওষড়যন্ত্রকরছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলাবাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর বিষয়ক উপ–কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচাল করার জন্য বিএনপি সন্ত্রাস ও ষড়যন্ত্র করছে। তাদের সাথে কিছু বিদেশিদেরও হাত আছে। এখানে বিদেশিদের কারও কারও সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। তারা আধিপত্য বিস্তার করতে চায়। তাদের ভূ–রাজনৈতিক স্বার্থ রয়েছে। নির্বাচন নিয়ে আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি, সম্মানের সঙ্গে এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুলকাদেরবলেন, গণতন্ত্রকেপ্রাতিষ্ঠানিকরূপদেয়ারআরেকটিচমৎকারসুযোগআমাদেরসামনেএসেছে।সংকটকেসম্ভাবনায়রূপদেয়ারএইকঠিনলড়াইয়েকান্ডারিশেখহাসিনা।বর্তমানসংকটপেরিয়েযেতেযেদিকনির্দেশনাতিনিদিয়েছেন, সেটিকেঅক্ষরেঅক্ষরেমেনেএগিয়েযেতেহবে।এরকোনোরকমব্যতয়করাযাবেনা। বাংলাদেশআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজনীতিবিদ শুধু নির্বাচন নিয়ে ভাবে। এতে সম্মানের সঙ্গে জেতা চ্যালেঞ্জ। এটি অতিক্রম করতে হবে। এবার বিএনপি অংশ না নেয়ায় গোটা দুনিয়ার যে প্রতিক্রিয়া তা কাটাতে নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে হবে। তিনি বলেন, কোনও নীলনকশার নির্বাচন হবে না। জনগণ তাদের ম্যান্ডেট দেবে। এখনও বিরোধী দলীয় পার্লামেন্ট ভেঙে দেয়া হয়নি, সুপ্ত আছে। সেই হিসেবে সংসদীয় দলের নেতা রওশন এরশাদ। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাদের দলের অভ্যন্তরীণ কথা বলেছেন। শুধু একটি কথাতেই জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমে আসবে– এমনটি নয়। দল হিসেবে জাপার সঙ্গে এলায়েন্স হবে না– এটা এখনও প্রধানমন্ত্রী বলেননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply