দিগন্তধারা\অসিতঃ আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে ন্রিদ্রাহীন ব্যাস্ততায় সময় পার করছেন ঢাকা মহানগর দক্ষিণের জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম এবং সাধারণ-সম্পাদক মোহাম্মদ সেলিম ছরোয়ার। এ বিষয়ে সভাপতি মোহাম্মদ ইব্রাহীম এর নিকট দিগন্তধারার প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালি করতে এবং দেশের চলমান উনয়নের ধারাকে অভাহত রাখতে আমাদের জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান এর নিদের্শনাকে আরও সন্মান এর সাথে বাস্তবায়নের উদ্দেশ্যে আমি ও আমার সমমনা সকল নেতাকর্মীকে নিয়ে প্রতিটি থানায় নির্বাচন পরিচালনা কমিটি করেছি। আমার সকল নেতাকর্মী ঢাকা মহানগর দক্ষিণের সকল নৌকার প্রাথীর নির্বাচনী এলাকায় প্রান খুলে দিন-রাত কাজ করছে।সবাই একত্রে জননেত্রী ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ বার প্রধান মন্ত্রী হিসেবে দেখার স্বপ্ন বুকে রেখে তা বাস্তবায়নের কাজ করছি।