স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়, তারা নির্বাচনে এলে অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে আছে। তারা যতই আন্দোলন করুক না কেন বিএনপি-জামায়াতের এতো শক্তি নেই যে ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দেবে। আগামী ৭ জানুয়ারি দেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে।
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের সময় বলা হয়েছিল মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই। তারা ঘরে থাকবে। তাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এই হলো বিএনপি জামাতের নীতি। কিন্ত শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তারা দেশের প্রতিনিধিত্ব করছেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে জাহিদ মালেক বলেন, আপনাদের নির্বাচনে আসার সেই সাহস নেই। কারণ জ্বালাও পোড়ায় করে ভোট পাওয়া না, মানুষকে হত্যা করে ভোট পাওয়া যায় না। তাই তারা নির্বাচনে আসতে ভয় পায়। বিএনপি আন্দোলনের নামে মানুষকে নির্যাতন করছে।
Leave a Reply