মোঃআরফানঃ চকরিয়া পৌরসভা ২ নং ওয়ার্ডে হালকাকারা মৌলভীর চর এলাকায় নুরুল আলম মিস্ত্রির বাড়ি আগুনে পুড়ে গেছে বলে খবর পাওয়াযায়। তৎক্ষণিক চকরিয়া ফায়ার সার্ভিস ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন| ওই সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান অদ্য ২৮ জানুয়ারি রবিবার দুপুর আনুমান ১,৩০ মিঃ দিকে এই আগুনের সূত্রপাত হয় তৎক্ষণিক চকরিয়াফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে দুটি ঘর পুড়ে মাটির সাথে মিশিয়ে যায় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান আমাদের পুড়ে যাওয়া ২ টি বাড়িতে ৬০ থেকে ৭০ লক্ষ টাকার আসবাব পত্র রয়েছে তার থেকে কিছুই রক্ষা হলো না কোনরকম আমরা জানে বেঁচে আছি ও কোনরকম প্রাণহানি হয়নি ও আরো বলেন ফায়ার সার্ভিস তৎক্ষণিক এসে অগ্নিনির্বাহান না করলে আরো একাধিক পার্শ্ববর্তী এই আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিলো বলে জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক ওই সময় চকরিয়া থানা ১ টি পুলিশ টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন,এবং অগ্নিসংযোগের সূত্রপাত কিভাবে হলো তা খতিয়ে দেখবেন বলে জানাযায়।
আরো পড়ুনঃচকরিয়া সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদে হামলা
Leave a Reply