দিগন্তধারা আব্দুল বাতেন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন।দ্বিতিয় বারের মতো এবারও পটুয়াখালী—৪ আসনের নৌকার মোননীত প্রার্থী হলেন অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান । তার মোননয়নে কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুর এর জনগন অত্যান্ত আনন্দিত। এলাকাবাসী বলেন মহিব সাহেব একজন ভালো মানুষ ও জনদরদী নেতা। সে যদি আবারো নির্বাচিত হয় তাহলে অত্র এলাকার জনগনের জীবনমান আরো উন্নত ও সম্বৃদ্ধ হবে।
Leave a Reply