1. bellal.dabur@gmail.com : Bellal :
  2. rand@rand.com : :
  3. fabriziokuczak1973@int.pl : dante09z931884 :
  4. admin@digontodhara.news : digonto :
  5. digontodhara@gmail.com : digontodhara@gmail.com :
  6. poxomij890@jameagle.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  7. expander@stand.com : :
  8. specialsystemuser@stand.com : :
  9. zillurk85@gmail.com : Zillur :
পরীর মনের মানুষ অবশেষে প্রকাশ্যে - Digonto Dhara,News
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

পরীর মনের মানুষ অবশেষে প্রকাশ্যে

  • প্রকাশ কাল : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৩ জন দেখেছে
পরীর মনের মানুষ অবশেষে প্রকাশ্যে

‘আবারও প্রেমে পড়েছেন’—ফেসবুকে এমনটা লিখেছিলেন ঢালিউড নায়িকা পরী মণি। মানে আবারও ‘প্রেমে’ পড়েছেন তিনি। তবে মনের মানুষটি কে—সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তখন।

এক ফেসবুক পোস্টে রোববার (১৭ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেন পরী মণি। যেখানে দেখা গেছে, গাড়ির জানালায় আধো-আলো, আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‌‌‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ অর্থাৎ, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’

পরীর এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক!

আসলেই প্রেম পড়েছেন কি না পরী মণি? সেই মানুষটি কে? কী তাঁর পরিচয়? এ ধরনের যখন নানা প্রশ্নও সামনে আসে। এবার সেগুলোর জবাব মিলল। একই সঙ্গে সেই মানুষকেও আনলেন প্রকাশ্যে। জানা গেছে, সেই যুবক দেশের একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পরী মণিও তাঁর ফেসবুকে সেই ভিডিওটি আবার পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেছেন, প্রাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?

‘আবারও প্রেমে পড়েছেন’—ফেসবুকে এমনটা লিখেছিলেন ঢালিউড নায়িকা পরী মণি। মানে আবারও ‘প্রেমে’ পড়েছেন তিনি। তবে মনের মানুষটি কে—সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তখন।

এক ফেসবুক পোস্টে রোববার (১৭ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেন পরী মণি। যেখানে দেখা গেছে, গাড়ির জানালায় আধো-আলো, আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‌‌‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ অর্থাৎ, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’

পরীর এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক!

আসলেই প্রেম পড়েছেন কি না পরী মণি? সেই মানুষটি কে? কী তাঁর পরিচয়? এ ধরনের যখন নানা প্রশ্নও সামনে আসে। এবার সেগুলোর জবাব মিলল। একই সঙ্গে সেই মানুষকেও আনলেন প্রকাশ্যে। জানা গেছে, সেই যুবক দেশের একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পরী মণিও তাঁর ফেসবুকে সেই ভিডিওটি আবার পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেছেন, প্রাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?

সমুদ্রপাড়ে ‘রকস্টার’ তৌসিফ, নায়িকা কে?সমুদ্রপাড়ে ‘রকস্টার’ তৌসিফ, নায়িকা কে?
ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্‌যাপন—সবকিছুতেই যেন পরী মণি আলোচনার একটি নাম। বছরখানেক হয় এই তারকা একাকী জীবন যাপন করেছেন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এর আগে তিনি বিয়ে করেছিলেন।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে পরী মণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরী মণিকে। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2016 digontodhara.news
Theme Customized By BreakingNews