রাজধানীর পল্লবীতে গুলিবর্ষণে নারী হত্যায় ২জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীj
রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন আয়েশা আক্তার (২৬) নামের এর নারী। নিহতের খবরের এরপরই অভিযানে নামে যৌথ বাহিনী।
অভিযানের প্রেক্ষিতে বুধবার ৩০ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হত্যার মূল পরিকল্পনাকারী আল ইসলাম (৪৫) ও হত্যার সাথে জড়িত অন্যতম সন্দেহভাজন নাসির (৩৪)কে কালসি থেকে দুইটি রামদা এবং একটি চাপাতিসহ গ্রেপ্তার করেন তারা।
গ্রেফতারের পর রাতে আসামিদের পল্লবী থানায় হস্তান্তর করেছেন। এই চঞ্চল্যকর হত্যার সাথে জড়িত সকল আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই হত্যার সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন যৌথবাহিনী।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরের পল্লবী বাউনিয়াবাঁধ এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম আয়েশা আক্তার (২৬)।
পল্লবী থানা পুলিশ বলছে, মাদক ব্যবসার আধিপত্যের জেরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এর মধ্যে এক নারীর মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে নিহতের সুরতহাল শেষে থানা হেফাজতে মরদেহ নিয়ে আসে পল্লবী থানা পুলিশ।