নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত মাহবুবা খানম পৃথিবী বর্তমানে সেখানকার ত্রাসে পরিণত হয়েছেন। সেকশন-১১, ব্লক-বি, রোড-১২, মিল্লাত ক্যাম্পে অবস্থানরত এই মহিলা দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদক বিক্রির মাধ্যমে পল্লবী এলাকার পরিবেশকে দূষিত করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পৃথিবীর মাদক ব্যবসার নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সহজেই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মিল্লাত ক্যাম্পের বাসিন্দারা জানান, তার কর্মকাণ্ডে পুরো এলাকা মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের ছেলে-মেয়েরা এই এলাকার পরিবেশের কারণে খুব ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা তাকে থামানোর জন্য বহুবার উদ্যোগ নিয়েছি, কিন্তু ভয়ে আর কিছু করতে পারি না।”
স্থানীয়রা আরও অভিযোগ করেন, মাহবুবা খানম পৃথিবীর পেছনে প্রভাবশালী মহলের হাত রয়েছে। যার ফলে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। তবে এলাকাবাসীর দাবী, আইনশৃঙ্খলা বাহিনী অবিলম্বে পদক্ষেপ নিক এবং মিল্লাত ক্যাম্প এলাকাকে মাদকমুক্ত করুক।
পল্লবী থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই তার মাদক চক্র ভেঙে দেওয়া হবে।”
এলাকাবাসীর আশা, দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী এই মাদক ব্যবসার অবসান ঘটাবে এবং মিল্লাত ক্যাম্পে শান্তি ফিরে আসবে।