রাজধানীর পল্লবীতে ৯১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধ’ ব্লকে শীতব্স্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে সারাদেশর ন্যায় পল্লবীতেও সহশ্রাধিক মানুষের মাঝে এ্সব কম্বল বিতরণ করা ।
পল্লবী থানার ৯১ নং বিএনপির নেতা মফিজুর রহমান মামুনের পরিচালনা ও সাবির্ক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জননেত মো: আমিনুল হক।
অনুষ্ঠান বিকালে শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে পল্লবী থানা বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বত:স্ফূর্তভাবে যোগ দেয়।
অনুষ্ঠানে পল্লবী থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল হক বলেন আওয়ামীলীগ সুষ্ঠ নির্বাচনে নিশ্চিত ক্ষমতা হারাবে বুঝতে পেরে টানা দেড়যুগ সাধারণ মানুষকে ভোট সেন্টার না নিয়ে একর পর এক সাজানো নাটকীয় নির্বাচন করে জোরপূর্বক মসনদে টিকে ছিলো। কিন্তু তাদের পাপের ঘড়া পূর্ণ হয়ে যাওয়ায় ছাত্র-জনতার দুর্বার তোপের মুখে অসংখ্য ছাত্র-জনতাকে তার পেটোয়া পুলিশ বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে নির্বিচারে গণহত্যা করে, অসংখ্য মানুষকে তারা চির তরে পঙ্গ করে দিয়েছে।
এসময় প্রধান অতিথি আমিনুল হক আরো বলেন সারাদেশে শহীদ ও আহত আন্দোলনকারীদের জনাব তারেক রহমানের নির্দেশে যে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে, তা আজীবন অটুট থাকবে ইনশাআল্লাহ