সম্রাটঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একসাথে ছয় শিশুর জন্ম দিয়েছে এক নারী। নবজাতক সবাই সুস্থ রয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নবজাতকদের মা জিনাত বিবি। তাদের বাবা ওয়াহিদ। তারা রাওয়ালপিন্ডির হাজরা কলোনীর বাসিন্দা। নবজাতকদের চারজন ছেলে ও দু’জন মেয়ে।
চিকিৎসকরা জানান, নবজাতকদের ওজন স্বাভাবিক শিশুদের মতোই রয়েছে। তাদের মাও ভালো আছেন।
শিশুরা হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা সেবা পেতে থাকবে। রিলিজের উপযুক্ত হলে তবেই তাদেরকে সেখান থেকে বের করা হবে।
আরো পড়ুনঃ১৬০ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
আরো পড়ুনঃবিজয় সুসংহতের প্রধান বাধা সাম্প্রদায়িকতা: ওবায়দুল কাদের
Leave a Reply