নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় এবারও পুরান ঢাকায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব (ঘুড়ি উৎসব)। ২২ শ্যামা প্রসাদ চৌধুরী লেন, সিলভাস্টার স্কুল ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী ঘুড়িপ্রেমীরা সমাবেশ ঘটে।
অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে “পুরান ঢাকার সংস্কৃতি ও সাকরাইন” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ইতিহাসবিদ ও গবেষক হাশেম সূফী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি মো. শহীদুল্লাহ কালু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আলমগীর সিকদার লোটন, এবং বিশিষ্ট রন্ধনবিদ শাহনাজ ইসলাম। সভার সভাপতিত্ব করেন মো. মোরসালিন বাবু।
অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে ছিল পিঠা উৎসব, যেখানে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। সবশেষে, তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত সকলকে মনোরঞ্জিত করে।
এই আয়োজনটি রহমতগঞ্জ তরুণ সমাজ ও নবচেতনা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন এ আই জাভেদ ও রুবেল আহমেদ।
সাকরাইন উৎসবের মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকার মানুষের মাঝে এক বিশেষ অনুভূতি সৃষ্টি হয়।