২৫ ডিসেম্বর পুরান ঢাকার শতাব্দী প্রাচীন সংগঠন ঢাকা মহানগর সমিতি আয়োজন করে এসএসসি কৃতকার্য শিক্ষার্থীদের জন্য এক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং সমগ্র অনুষ্ঠানজুড়ে ঢাকাইয়া ঐতিহ্যের ছোঁয়া ছিল স্পষ্ট।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলা বখস চক্ষু দাতব্য হাসপাতালের চেয়ারম্যান জনাব আজিম বখস।
অনুষ্ঠানটি আরও প্রানবন্ত হয়ে ওঠে হাজী বকুল সাহেব এবং আবু হুমায়ারার চমৎকার উপস্থাপনায়।
সমিতির বর্তমান জয়েন্ট সেক্রেটারি জনাব এমরান স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়া সুদূর প্রবাস থেকে অডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জনাব আবদুল মোতালেব।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব হোসেন নওয়াব ঢাকাইয়াদের ঐক্য বজায় রাখতে এবং যে কোনো বিপদে একে অপরের পাশে থাকার আহ্বান জানান। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে।
এই অনুষ্ঠান ঢাকাইয়া ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে সংযুক্ত রাখার একটি দৃষ্টান্ত। সমিতি ভবিষ্যতে ঢাকাইয়াদের আরও সুসংহত করতে কাজ করে যাবে বলে প্রত্যাশা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে আনন্দের ধারা বইতে থাকে এবং এটি এক মিলনমেলায় রূপ নেয়।