বিশ্বকাপের ১৫তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। ভেজা মাঠের কারণে কিছুটা দেরিতে খেলা শুরু হয়েছে। যেখানে ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারিয়েছে ডাচরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ৬.১ ওভারে এক উইকেটে ২২ রান।
ধর্মসালার এইচপিসিএ স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে। যেখানে ডাচদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’দাউদ।
প্রোটিয়া বোলারদের তোপে নেদারল্যান্ডস কেমন করে, তা নিয়েই ছিল দর্শকদের আগ্রহ। বিশেষ করে বৃষ্টিভেজা আবহাওয়ায় রাবাদা-নরকিয়ারা হয়ে উঠতে পারেন ভয়ংকর।
তবে সেসবে পাত্তা না দিয়ে দলকে ভালো একটা শুরু এনে দেন বিক্রমজিৎ ও ম্যাক্স। এ দুই ব্যাটার প্রথম ৬ ওভারে যোগ করেন ২২ রান। সপ্তম ওভারে আক্রমণে আসেন কাগিসো রাবাদা।
বল হাতে প্রথম ডেলিভারিতেই উইকেট শিকার করেন রাবাদা। তাকে পুল করতে গিয়ে হেনরিখ ক্লাসেনের তালুবন্দী হন ২ রান করা বিক্রমজিৎ।
Leave a Reply