মোস্তফা মিয়া, সিনিয়র রিপোর্টার : পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের পরশি বাজার এলাকায় অবস্থিত একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান “প্রবাসী ক্যাফে” নিয়ে চলছে দখল ও ষড়যন্ত্রের নানা অপচেষ্টা। এই প্রতিষ্ঠানটির মালিক ইতালি প্রবাসী মনির হোসেন দীর্ঘদিন প্রবাসে জীবনযাপন শেষে দেশে ফিরে গত ৫ আগস্ট এর পর “প্রবাসী ক্যাফে” নামে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করেন। দেশের অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে তার এই উদ্যোগে স্থানীয় একটি মহল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।
মনির হোসেন জানান, প্রতিষ্ঠানটি দখল করতে একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে এবং তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এ বিষয়ে তিনি রূপগঞ্জ থানায় গত নভেম্বর মাসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্থানীয় বাসিন্দা মোহন, সাখাওয়াত ব্যাপারী এবং আবু তাহের ভূইয়াসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন।
মনির হোসেন জানান, “আমার দীর্ঘদিনের প্রবাস জীবনের সঞ্চয় দিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। কিন্তু স্থানীয় কিছু লোক মিথ্যা অভিযোগ এবং চাপ দিয়ে আমার ব্যবসা বন্ধ করার পাঁয়তারা করছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
তিনি আরও বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এ ধরনের অপপ্রচার তার মানহানি এবং ব্যবসায়িক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় জনগণ এবং সচেতন মহল বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মনির হোসেন যেন শান্তিপূর্ণভাবে তার ব্যবসা পরিচালনা করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সঠিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।