ফরিদপুর: র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী এলাকা থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২২ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ১,৭০,০০০ টাকা মূল্যের মাদক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মোঃ ফিরোজ মোল্যা (২৩), পিতা- মৃত শফিরুদ্দিন এবং মোঃ ফরিদ হোসেন (২২), পিতা- মোঃ খবির বিশ্বাস। তারা উভয়েই মাগুরা সদর থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন যে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র্যাব-১০ এর এই সফল অভিযানে মাদক নির্মূলে তাদের অবদান প্রশংসিত হয়েছে।